মুস্তাফিজকে পিএসএলে আমন্ত্রণ জানালেন পাকিস্তানি তারকা
মুস্তফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ায় যে বিতর্কের ঝড় উঠেচে, সেটি এখনও থামেনি। আসন্ন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতনিধি ছিলেন মুস্তাফিজ। তার নিষেধাজ্ঞার পর পাকিস্তানের মতো বাংলাদেশেরও কোনো তারকা থাকল না আইপিএলে।
তবে, আইপিএল থেকে মুস্তাফিজকে নিষিদ্ধ করা হলেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা তার জন্য খোলা। লন্ডনভিত্তিক পাকিস্তানি স্ট্যান্ডআপ কমেডিয়ান ও সঞ্চালক সালমান মালিক মুস্তাফিজ ইস্যুতে একটি পোস্ট করেছেন।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফিজের ছবি দিয়ে সালমান লিখেছেন, ‘যদি একজন বাংলাদেশিকে নিষিদ্ধ করে তারা (ভারত) খুশি হয়, হতে দিন। আমরা পাকিস্তানিরা আমাদের বাংলাদেশি ভাইকে পিএসএলে স্বাগত জানাতে পারলে খুশি হবো।’
ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। ফিজকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আনুষ্ঠানিকভাবে কেকেআরও জানিয়ে দিয়েছে সিদ্ধান্ত।
এর আগে দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল নিলামে আগ্রহের শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপারকিংস ও কলকাতা নাইট রাইডাসের মধ্যে লড়াই শেষে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা। যা আইপিএলে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক।
তবে মুস্তাফিজকে দলে ভেড়ানোর পর থেকেই বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবি তোলে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। কলকাতার মালিক শাহরুখ খানকে গাদ্দার বলা থেকে শুরু করে মুস্তাফিজকে হুমকি দেন তারা। এমনকি ফিজকে খেলালে স্টেডিয়ামে ভাঙচুরের হুমকিও দেন তারা।

স্পোর্টস ডেস্ক