‘সামনে এগিয়ে যাওয়ার পালা’, কী বোঝাতে চাইলেন মুস্তাফিজ?
আইপিএল ইস্যুতে মুস্তাফিজুর রহমানের পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর শুধু বাংলাদেশে নয়, আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট বিশ্বে। এরই প্রেক্ষিতে আজ সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বাদ পড়ার পরদিন বিপিএলে মাঠে নামেন মুস্তাফিজ। বল হাতে আবারও রাখলেন সামর্থ্যের ছাপ। ডেথ ওভারে কেন তিনি সেরা, দিলেন প্রমাণ। শেষ ওভারে জয়ের জন্য ঢাকা ক্যাপিটালসের প্রয়োজন ছিল ১০ রান। হাতে ৬ উইকেট। ঢাকা অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে ক্রিজে সাব্বির রহমান। দুই পরীক্ষিত তারকাকে চেপে ধরেন মুস্তাফিজ। চার রানের বেশি তুলতে দেননি ঢাকার দুই ব্যাটারকে। তাতে রংপুর রাইডার্স পায় ৫ রানের দারুণ জয়।
এমন জয়ের পর নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন কাটার মাস্টার। রংপুর তারকা লিখেছেন, ‘প্রয়োজনের সময় জ্বলে উঠতে পারায় ভালো লাগছে। দলের জয়ে অবদান রাখতে পেরে আনন্দিত। এবার সামনে এগিয়ে যাওয়ার পালা।’
বিপিএলে রংপুর আছে দ্বিতীয় স্থানে। ৪ ম্যাচে ৩ জয়ে চট্টগ্রাম রয়্যালসের সমান ৬ পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে দুইয়ে তারা। আজ সন্ধ্যায় চট্টগ্রামের মুখোমুখি হবে রংপুর। জিতলে উঠবে শীর্ষে। মুস্তাফিজ সেদিকেই ইঙ্গিত করেছেন।
এর আগে আইপিএল থেকে তাকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় স্বল্পভাষী মুস্তাফিজ বলেছিলেন, ‘ছেড়ে দিলে কী আর করার?’

স্পোর্টস ডেস্ক