মুস্তাফিজকে নিয়ে ঘটনার শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি : অর্থ উপদেষ্টা
ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ভারতের আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ঘটনার প্রেক্ষাপট দেখতে হবে। শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি—এটা সবাইকে স্বীকার করতে হবে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মুস্তাফিজুর রহমান একজন বিখ্যাত ও ভালো খেলোয়াড়। দয়া-দক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয়নি, যোগ্যতার ভিত্তিতেই নেওয়া হয়েছিল। এরপর হঠাৎ করে তাকে বাদ দেওয়া দুর্ভাগ্যজনক। এর পরবর্তী ঘটনাগুলোও অনাকাঙ্ক্ষিত। এটি দুই দেশের কারও জন্যই ভালো হয়নি।
বিষয়টি নিয়ে কোনো দেশই আর বাড়াবাড়ি করবে না— এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, হিটলারের সময়েও অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল, তখন বিশ্বজুড়ে বিরোধিতা থাকলেও মানুষ অংশ নিয়েছিল।
তিনি বলেন, আমরা কোনোভাবেই চাই না, রাজনীতি বা অর্থনীতি হোক, আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক।
মুস্তাফিজের ঘটনায় দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে কিনা— এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক সিদ্ধান্তগুলো যুক্তি ও বাস্তবতার ভিত্তিতেই নেওয়া হচ্ছে। এই ঘটনার কারণে সরকারের অর্থনৈতিক কার্যক্রম বা ক্রয়ের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, আজকের ক্রয় কমিটির বৈঠকে খেলাধুলা নিয়ে একবারও আলোচনা হয়নি।
এ ছাড়া এনবিআর দুই ভাগ করার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, গত ৩১ ডিসেম্বরের মধ্যে এটি করা সম্ভব হয়নি। তবে সব প্রস্তুতি শেষ। ফেব্রুয়ারির ১২ তারিখের নির্বাচনের আগেই কাজটি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এনটিভি অনলাইন ডেস্ক