মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুলল কলকাতা
আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স– তিন দলের লড়াই শেষে ৯ কোটি ২০ লাখ রুপিতে ফিজকে দলে ভিড়িয়েছিল কেকেআর।
আজ শনিবার (৩ জানুয়ারি) চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ভারতের বার্তা সংস্থা এএনআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া উদ্ধৃতি দিয়ে তারা জানিয়েছে, মুস্তাফিজকে ছেড়ে দিতে কেকেআরকে নির্দেশ দিয়েছে বিসিসিআই।
সেই সংবাদের পর এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললো কলকাতা নাইট রাইডার্স। এক বিবৃতিতে কলকাতা জানিয়েছে, 'কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা আসন্ন আইপিএল আসরের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।’
বিসিসিআইয়ের নির্দেশেই ফিজকে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে কলকাতা তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দিবে।’
এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআরকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।
মূলত ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের একর পর এক হুমকির কারেণেই এই ফিজকে বাদ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোমও হুমকি দিয়ে রেখেছেন। ফিজকে বিমানবন্দরের বাইরে পা রাখতেই দেবেন না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি।
সঙ্গীত সোম বলেছেন, মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না–এটা আমার প্রতিজ্ঞা।
উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ তো আরও এক ধাপ এগিয়ে। মুস্তাফিজকে মাঠে নামালে ভাঙচুরের হুমকি দিয়েছেন তিনি। নিউজ ১৮ তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।

স্পোর্টস ডেস্ক