খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর রাইডার্সের শোক
খালেদা জিয়া (বামে) ও রংপুর রাইডার্সের লোগো
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে তারা।
রংপুর রাইডার্স লিখেছে, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই! সারাদেশের মতো শোকাহত রাইডার্স পরিবার। মহান আল্লাহ তা'আলা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।’
বিএনপির চেয়ারপারসন ও দেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপসহীন এই নেত্রী দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে দেশের জনপ্রিয় এই নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর।

স্পোর্টস ডেস্ক