প্রথম জয়ের লক্ষ্যে নোয়াখালীর সংগ্রহ ১৪৩ রান
বিপিএলের মঞ্চে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করেছিল দলটি। জয়ের প্রত্যয়ে আজ শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট টাইটান্সের মুখোমুখি হয়েছে তারা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে নোয়াখালীর সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান।
সিলেটের স্পোর্টিং উইকেটে অবশ্য আজও ব্যাট হাতে ব্যর্থ নোয়াখালী। ইনিংসের প্রথম বলেই মাজ সাদাকাতের উইকেট হারায় তারা। মোহাম্মদ আমিরের বলে উইকেটের পেছনে পারভেজ হোসেন ইমনকে ক্যাচ দেন সাদাকাত। রানের খাতা খোলার আগে উইকেটের পতন ঘটে। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহানও ফেরেন শূন্য রানে। তাকে ফেরান খালেদ আহমেদ।
নোয়াখালীকে বিপদে ফেলে খালেদের বলে লেগবিফোর হয়ে শূন্য রানে ফেরেন আরেক ব্যাটার হায়দার আলী। ৯ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা অবস্থা নোয়াখালী শিবিরে। অধিনায়ক সৈকত আলীর ব্যাট থেকে আসে ২৯ বলে ২৪ রানের মন্থর ইনিংস। তিনি বিদায় নেন সাইম আইয়ুবের শিকার হয়ে। যা চাপ বাড়ায়।
তবে, স্রোতের বিপরীতে মাহিদুল ইসলাম অঙ্কন তুলে নেন ফিফটি। ৫১ বলে একটি চার ও তিনটি ছক্কায় ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন মাহিদুল। মূলত, তিনিই টেনে নিয়েছেন দলকে। সঙ্গে শেষদিকে সাব্বির হোসেনের ১৫ বলে ১৫ রান এবং জাকের আলী অনিকের ১৭ বলে ২৯ রানে ভর দিয়ে দলীয় সংগ্রহ ১৪০ এর ঘরে পৌঁছায়।
সিলেটের পক্ষে ২৩ রানে ৪ উইকেট শিকার করেন খালেদ। ২৫ রানে ২ উইকেট নেন আইয়ুব। ২৫ রান দিয়ে আমির পান এক উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
নোয়াখালী এক্সপ্রেস : ২০ ওভারে ১৪৩/৭ (সাদাকাত ০, সোহান ০, সৈকত ২৪, হায়দার ০, অঙ্কন ৬১*, সাব্বির ১৫, জাকের ২৯, রাজা ০, হাসান ১*; আমির ৪-০-২৫-১, খালেদ ৪-১-২৩-৪, সালমান ৪-০-৩৬-০, নাসুম ৪-০-২৮-০, আইয়ুব ৪-০-২৫-২)

স্পোর্টস ডেস্ক