উত্তাপ ছড়ানো ম্যাচে সুপার ওভারে রাজশাহীর জয়
মূল ম্যাচে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে আসে ২ রান। সেই তিনিই সুপার ওভারে দুই বাউন্ডারিতে ৩ বলে তুললেন ১০ রান। রংপুর রাইডার্সকে হারাতে রাজশাহী ওয়ারিয়র্সের প্রয়োজন ছিল ৭ রান। কোনো উইকেট হারাতে না দিয়ে ৩ বলেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন তামিম। রাজশাহী পায় দারুণ জয়।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কুয়াশায় মোড়ানো সন্ধ্যায় মুখোমুখি হয় রাজশাহী-রংপুর। চলতি আসরে শক্ত-সামর্থ্যে সবচেয়ে এগিয়ে দল দুটিই। তাদের ম্যাচ ঘিরে আগ্রহের তাই কমতি ছিল না৷ টসে হেরে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে রাজশাহী। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে রংপুরও থামে ১৫৯-এ।
সুপার ওভারে রংপুরের কাইল মায়ার্স ও তাওহিদ হৃদয় ওপেন করেন। রিপন মন্ডলের বলের সামনে দাঁড়াতে পারেননি কেউ। বোল্ড হয়ে মায়ার্স বিদায় নেন ১ রানে। খুশদিল শাহ শেষ বলে রানআউট হন। ৬ রানে থামে রংপুর। জবাব দিতে নেমে মুস্তাফিজুর রহমানের করা প্রথম বলে চার, পরের বলে ডবল এবং তৃতীয় বলে ফের চার মেরে জয় নিশ্চিত করেন তামিম।
এর আগে ম্যাচে রংপুরের পক্ষে ৫০ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন ডেভিড মালান। হৃদয় করেন ৩৯ বলে ৫৩। রাজশাহীর পক্ষে রিপন ও মেহেরব নেন দুটি করে উইকেট।
অন্যদিকে, মূল ম্যাচে উদ্বোধনী জুটিতে ভালো করতে পারেনি রাজশাহী। দ্বিতীয় ওভারে হারায় ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট। দলীয় ১২ রানে আলিস আল ইসলামের শিকার হন তামিম, তার ব্যাটে থেকে আসে ২ রান। তবে, অপর ওপেনার সাহিবজাদা ফারহান আলো ছড়িয়েছেন। আলিসের শিকার হওয়ার আগে ৪৬ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৬৫ রান করেন ফারহান।
দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৯৩ রানের জুটি গড়েন ফারহান। শান্তর ব্যাট থেকে আসে ৩০ বলে ৪১ রান। রানআউটে কাটা না পড়লে শান্তর ইনিংসটি আরও বড় হতে পারত। এই দুজন ছাড়া হাসেনি আর কারও ব্যাট। সাতজন ব্যাটার ছুঁতে পারেননি দুই অঙ্কের রানও। মোহাম্মদ নাওয়াজ করেন ১০ রান, যা দলের তৃতীয় সর্বোচ্চ।
রংপুরের পক্ষে ফাহিম আশরাফ শিকার করেন তিন উইকেট। আলিস পান দুই উইকেট। এক উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী ওয়ারিয়র্স : ২০ ওভারে ১৫৯/৮ (ফারহান ৬৫, তামিম ২, শান্ত ৪১, মুশফিক ৯, নাওয়াজ ১০, ইয়াসির ৬, তালাত ৬*, মেহেরব ০, সাকিব ৮, রিপন ১*; মায়ার্স ২-০-১১-০, আলিস ৪-০-১৬-২, ফাহিম ৪-০-৪৩-৩, মুস্তাফিজ ৪-০-৩৪-১, নাহিদ ৩-০-২৭-০, খুশদিল ৩-০-২৬-০)
রংপুর রাইডার্স : ২০ ওভারে ১৫৯/৬ (মালান ৬৩*, লিটন ১৬, হৃদয় ৫৩, মায়ার্স ৯, সোহান ৭, খুশদিল ৬, মাহমুদউল্লাহ ০; বিনুরা ৪-০-৩১-০, রিপন ৪-০-৪৩-২, সাকিব ৪-০-৩০-১, নাওয়াজ ২-০-২৩-০, মেহেরব ৪-০-১৭-২, তালাত ২-০-১৩-০)
সুপার ওভার
রংপুর রাইডার্স : ১ ওভারে ৬/২ (মায়ার্স ১, হৃদয় ২*, খুশদিল ১; রিপন ১-০-৬-১)
রাজশাহী ওয়ারিয়র্স : ০.৩ ওভারে ১০/০ (তামিম ১০*, ফারহান ০*; মুস্তাফিজ ০.৩-০-১০-০)
ফলাফল : রাজশাহী সুপার ওভারে জয়ী।

স্পোর্টস ডেস্ক