মঙ্গলবার বসছে আইপিএলের নিলাম
টানা দ্বিতীয়বার ভারতের বাইরে বসছে আইপিএলের নিলাম। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ২০২৬ আইপিএলের মিনি নিলাম। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে নিলাম। বাংলাদেশ থেকে নিলাম সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
নিলামের জন্য ইতোমধ্যে ৩৫০ জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে সাতজন বাংলাদেশি খেলোয়াড়ও আছেন। নিলামে থাকা ৩৫০ জন ক্রিকেটারের মধ্যে ৭৭ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে ১০টি ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে ৩২ জন বিদেশি খেলোয়াড় সুযোগ পাবেন।
নিলামে জায়গা পাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। টাইগার পেসারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। মুস্তাফিজ ছাড়াও নিলামে নাম আছে বিগ ব্যাশ খেলতে যাওয়া লেগস্পিনার রিশাদ হোসেনের নাম। এই টাইগার ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি।
এছাড়া ৭৫ লাখ রুপিতে আইপিএল নিলামে আছেন আরও চার টাইগার পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম। আর ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী স্পিনার রাকিবুল হাসান।
আইপিএলে সেভাবে বাংলাদেশি ক্রিকেটারদের দেখা যায় না। এখন পর্যন্ত এক আসরে একই সঙ্গে সর্বোচ্চ দুজন ক্রিকেটার খেলার সুযোগ পেয়েছেন।
সর্বশেষ আসরেও নিলাম থেকে দল পায়নি কোনো ক্রিকেটার। মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের নাম উঠলেও তাদের দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ক্রিকেটার। পরে অবশ্য বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন মোস্তাফিজ। এবারও বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে দল পাওয়ার সম্ভাবনায় এগিয়ে মোস্তাফিজই।
তবে নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মূলত আইপিএলের পুরো মৌসুমে বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, আইপিএল চলাকালীন বাংলাদেশ জাতীয় দল সাদা বলের সিরিজ খেলবে।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ছয়টি সাদা বলের ম্যাচ খেলবে বাংলাদেশ। একই সময় আইপিএল অনুষ্ঠিত হওয়ায় টুর্নামেন্টটিতে বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে যেতে পারে।

স্পোর্টস ডেস্ক