বিশ্বকাপ খেলতে বাধা নেই রোনালদোর
বাছাইপর্বে দারুণ খেলে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল। আনন্দের মাঝে হতাশা ছিল ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গত ১৩ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখেন পর্তুগিজ তারকা। জাতীয় দলের জার্সিতে প্রথম লাল কার্ডে শঙ্কা জাগে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলা নিয়ে। তবে, কেটেছে শঙ্কার কালো মেঘ।
ফিফা থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা থাকলেও বিশ্বকাপে খেলতে বাধা নেই রোনালদোর। মঙ্গলবার (২৫ নভেম্বর) ফিফার রায়ে বলা হয়, ‘রোনালদোর ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু দুটি ম্যাচের নিষেধাজ্ঞা আপাতত স্থগিত রাখা হচ্ছে। আগামী এক বছরের মধ্যে একই ধরনের অপরাধ করলে এই শাস্তি কার্যকর হবে।’
আয়ারল্যান্ড ডিফেন্ডার দারা ও’শিকে কনুই দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেন রোনালদো। ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী, গুরুতর ফাউলের জন্য বিচারকদের কমপক্ষে দুই ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করার কথা। হিংসাত্মক আচরণের জন্য নিষেধাজ্ঞাটি হবে কমপক্ষে তিন ম্যাচের। কনুই দিয়ে আঘাত করাসহ যেকোনো ধরনের আক্রমণের জন্যেও কমপক্ষে তিন ম্যাচ অথবা একটি উপযুক্ত সময়ের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
রোনালদো ইতোমধ্যে এক ম্যাচে নিষেধাজ্ঞার কবলে ছিলেন। বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি। ধারণা করা হচ্ছিল, ফিফার নিষেধাজ্ঞার ফলে বিশ্বকাপেও তাকে শুরুতে মাঠের বাইরে থাকতে হবে। যদিও, সিআরসেভেনের প্রতি নমনীয় হয়েছে ফিফা।
সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ বিশ্বকাপ হতে চলেছে রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ। পর্তুগালের হয়ে তো বটেই, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার রেকর্ড গড়তে চলেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক