টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ
নতুন আঙ্গিকে আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ক্রিকেটের মারকাটারি এই সংস্করণের বৈশ্বিক লড়াইয়ের ডামাডোল বেজে উঠেছে ইতোমধ্যে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও চূড়ান্ত করেছে গ্রুপিং।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের গ্রুপ তালিকা প্রকাশ করেছে আইসিসি। প্রথমবারের মতো ২০ দল নিয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০টি দলকে ভাগ করা হয়েছে মোট চারটি গ্রুপে, প্রতিটি গ্রুপে আছে পাঁচটি করে দল।
যেখানে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশকে লড়তে হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গ্রুপের বাকি দুই দল হলো- নেপাল আর প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালি।
বিশ্বকাপের গ্রুপিং চমক আছে আরও। গত বিশ্বকাপের মতো এবারও একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে তাদের বাকি তিন সঙ্গী নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।
নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপ থেকে দুটি দল সুপার এইটে খেলার সুযোগ পাবে। সেক্ষেত্রে আরও কঠিন যাবে বাংলাদেশের জন্য।
আগামী বছর ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। পর্দা নামবে ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের মাধ্যমে। তবে যদি পাকিস্তান ফাইনালে উঠতে পারে তাহলে ফাইনালে হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। টুর্নামেন্টে পাকিস্তান সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।
একনজরে বিশ্বকাপের গ্রুপিং
‘এ’ গ্রুপ- ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, যুক্তরাষ্ট্র।
‘বি’ গ্রুপ- অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে।
‘সি’ গ্রুপ- বাংলাদেশ, ইতালি, ইংল্যান্ড, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ
‘ডি’ গ্রুপ- নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা, আরব আমিরাত।

স্পোর্টস ডেস্ক