টি-টোয়েন্টি বিশ্বকাপে কবে, কখন মাঠে নামবে বাংলাদেশ
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের মারকাটারি এই সংস্করণের বৈশ্বিক লড়াইয়ের গ্রুপিং চূড়ান্ত হয়ে গেছে। বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। লড়তে হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গ্রুপের বাকি দুই দল হলো- নেপাল আর প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালি।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) আয়োজন দেশ ভারতের এক লাইভ অনুষ্ঠানে টুর্নামেন্টের সূচি প্রকাশও করা হয়েছে। প্রথমবারের মতো ২০ দল নিয়ে অনুষ্ঠেয় টুর্নামেন্টের পর্দা উঠবে ৭ ফেব্রুয়ারি।
প্রথমদিনই মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। বিশ্বকাপের উদ্বোধনী দিনে মাঠে নামবে ভারত ও পাকিস্তান। ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান।
বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের পরবর্তী দুই ম্যাচও খেলবে কলকাতায়। নিজেদের দ্বিতীয় ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ ইতালি। এরপর ৫ দিনের বিরতি দিয়ে আবারও মাঠে নামবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। নেপালের বিপক্ষে মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।
প্রথমদিনই মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে কলকাতার ইডেন গার্ডেনে। বিশ্বকাপের উদ্বোধনী দিনে মাঠে নামবে ভারত ও পাকিস্তান। ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান।
বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের পরবর্তী দুই ম্যাচও খেলবে কলকাতায়। নিজেদের দ্বিতীয় ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ ইতালি। এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়।
এরপর ৫ দিনের বিরতি দিয়ে আবারও মাঠে নামবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এ ম্যাচটিও হবে কলকাতায়। নেপালের বিপক্ষে মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
৮ মার্চ টি-২০ বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তবে সেই ভেন্যু বদলে যাবে যদি পাকিস্তান ফাইনালে ওঠে। তখন শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে।
এছাড়াও টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ দুটি রাখা হয়েছে যথাক্রমে আহমেদাবাদ ও কলকাতায়। এখানেও ভেন্যু বদলাবে পাকিস্তান সেমিফাইনালে উঠলে। তখন একটি সেমিফাইনাল যাবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায়।
প্রথমবারের মতো ২০ দল নিয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০টি দলকে ভাগ করা হয়েছে মোট চারটি গ্রুপে। প্রতিটি গ্রুপে আছে পাঁচটি করে দল। নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপ থেকে দুটি দল সুপার এইটে খেলার সুযোগ পাবে। সেক্ষেত্রে আরও কঠিন হবে বাংলাদেশের জন্য।

স্পোর্টস ডেস্ক