আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে আজ (১৯ নভেম্বর) বিশেষ একটি দিন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম। তার এই বিশেষ মাইলফলক স্পর্শ করার দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে শুরুতে ব্যাটিং করবে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ এ ম্যাচে মাঠেও নামবে ফেভারিট হিসেবেই। পরিসংখ্যানেও এগিয়ে শান্তর দল। এখন পর্যন্ত দুই ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টাইগারদের জয়ের রেকর্ড শতভাগ। ২০২৩ সালে মিরপুরের এই মাঠেই প্রথমবার আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। সর্বশেষ চলমান সিরিজে সিলেটে হারিয়েছে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে।
সিলেটে দাপুটে ক্রিকেট খেলেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট-বল দুই বিভাগেই আধিপত্য করেছে টাইগার ক্রিকেটাররা। এতে রেকর্ড গড়া জয়ও পেয়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় টেস্ট জিতে লক্ষ্য সিরিজ নিশ্চিত করার।

স্পোর্টস ডেস্ক