ফুটবলারদের মধ্যে শীর্ষে রোনালদো, মেসি-নেইমার কোথায়?

বয়সটা চল্লিশ ছাড়িয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে পর্তুগিজ তারকা যেন চির তরুণ। এই বুড়ো বয়সেও মাঠের খেলায় তারুণ্যের ছাপ দেখিয়ে চলছেন তিনি। দুর্দান্ত পারফর্ম করে নিয়মিতই নাম লেখাচ্ছেন রেকর্ড বইয়ে। সেই ধারায় নতুন এক রেকর্ডে নাম লেখালেন আবারও। মাঠের বাইরের এক রেকর্ডে ফুটবলারদের মধ্যে সবার শীর্ষে আছেন রোনালদো। লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেরা আছেন কোথায়?
সম্প্রতি স্পোর্টস প্রো নামের একটি প্রতিষ্ঠান সবচেয়ে বাজারযোগ্য খেলোয়াড়দের একটি তালিকা প্রকাশ করেছে। সব ইভেন্টের অ্যাথলেটদের নিয়ে প্রতিষ্ঠানটির ১৬তম বার্ষিক র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন রোনালদো। অন্যদিকে, রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টাইন তারকা মেসি পিছিয়েছেন এক ধাপ।
১০০ নম্বরের একটি মোট বাজারযোগ্যতা স্কোরের ভিত্তিতে প্রতিটি অ্যাথলেটকে র্যাঙ্ক করা হয়েছে। যেখানে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে— ব্র্যান্ডের শক্তি, অ্যাড্রেসেবল মার্কেট বা যাদের কাছে পৌঁছানো যায় এমন বাজার এবং অর্থনৈতিক প্রভাব।
এই র্যাঙ্কিংয়ে অবশ্য সেরা চারে নেই কোনো ফুটবলার। স্পোর্টস প্রো এর র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন ফর্মুলা ওয়ানের তারকা লুইস হ্যামিলটন। এরপর রয়েছেন যথাক্রমে সিমোন বাইলস, ইলোনা মাহার এবং স্টেফ কারি।
সামগ্রিক র্যাঙ্কিংয়ে রোনালদো আছেন পাঁচ নম্বরে। ফুটবলারদের মধ্যে তিনিই আছেন সবার ওপরে। এর আগের র্যাঙ্কিংয়ে তিনি ছিলেন ৯ নম্বরে। চার ধাপ এগিয়ে সেরা পাঁচে ওঠে এসেছেন তিনি। রোনালদোর পরের নামটি ব্রাজিলিয়ান তারকা নেইমারের। এই দুজন বাদে সেরা দশের মধ্যে নেই আর কোনো ফুটবলার।
একধাপ পিছিয়ে মেসি নেমে গেছে ১৬ নম্বরে। র্যাঙ্কিংয়ে মেসির আগে আছেন আরও তিন ফুটবলার— রবার্ট লেভানডোভস্কি (১১তম), কিলিয়ান এমবাপ্পে (১৩তম) ও ভিনিসিয়াস জুনিয়র (১৪তম)।
স্পোর্টস প্রো এর র্যাঙ্কিংয়ে প্রথম পঞ্চাশের মধ্যে আছেন মোট ১৮জন ফুটবলার। এই ছয়জন বাদে বাকিরা হলেন- বুকায়ো সাকা (১৯তম), লামিন ইয়ামাল (২৩তম), হ্যারি কেইন (২৮তম), রাফিনিয়া (৩০তম), মার্কাস রাশফোর্ড (৩২তম), আশ্রাফ হাকিমি (৩৪তম), আলেক্সিয়া পুটেলাস (৩৬তম), মোহাম্মেদ সালাহ (৪৩তম), রদ্রিগো (৪৪তম), জামাল মুসিয়ালা (৪৫তম), বেথ মিড (৪৬তম) ও দানি ওলমো (৪৯তম)।
স্পোর্টসপ্রোর ডিরেক্টর অব কী প্রজেক্টস মাইকেল লং বলেন, ‘বিশ্বের সেরা অ্যাথলেটরা প্রতি বছর কীভাবে তাদের বাণিজ্যিক পরিচিতি ও ব্র্যান্ড প্রভাব গড়ে তুলছেন সেই চিত্র তুলে ধরে ‘৫০ জন সর্বাধিক বাজারযোগ্য অ্যাথলেট’-এর এই র্যাঙ্কিং। বর্তমানে এটি অপরিহার্য মানদণ্ড হয়ে উঠেছে।’
মাইকেল লং বলেন, ‘এ বছরের তালিকায় আবারও উঠে এসেছে একদল বিশ্বখ্যাত তারকা ও উদীয়মান প্রতিভাদের নাম। মাঠের খেলায় যেমন তারা দুর্দান্ত করছেন, তেমনি মাঠের বাইরেও গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে। এখনো ক্রীড়া বিশ্বে ‘৫০ সেরা বাজারযোগ্য’ তালিকাটি অ্যাথলেটদের বাজারযোগ্যতা মূল্যায়নের সবচেয়ে স্পষ্ট ও নিরপেক্ষ মানদণ্ড।’