সাদা পোশাকে বাংলাদেশের হয়ে মুশফিকের যত রেকর্ড
সম্প্রতি টেস্ট ক্রিকেটে ২৫ বছরে পা রেখেছে বাংলাদেশ। দীর্ঘ সময়ে অনেক খেলোয়াড় এসেছেন। কেউ কেউ আলো ছড়িয়েছেন, কেউ হারিয়েছেন। এই সময়টাতে অনেক উত্থান-পতন নিজের চোখে দেখেছেন একজন। টেস্টে বাংলাদেশের বয়স ২৫, সেখানে মুশফিকুর রহিমের ক্যারিয়ার ২০ বছরের।
লম্বা এই ক্যারিয়ারের যাত্রায় আজ (১৯ নভেম্বর) ছুঁয়ে ফেললেন নতুন এক মাইলফলক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামলেন আজ। পরিশ্রম ও পেশাদারত্বের কারণে এই লম্বা সময় পরিসংখ্যানও তার পক্ষে কথা বলেছে।
সাদা পোশাকের ক্রিকেটে ৯৯ টেস্ট ম্যাচে ১৮২ ইনিংসে মুশফিকের রান ৬ হাজার ৩৫১। তার গড় ৩৮.০২, সেঞ্চুরি করেছেন ১২ টি ও হাফসেঞ্চুরি করেছেন ২৭টি। বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো খেলোয়াড়ও তিনি। ক্যারিয়ারে সর্বোচ্চ ২১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।
টেস্টে মুশফিকের যত রেকর্ড
বাংলাদেশের টেস্ট ইতিহাসে মুশফিকুর রহিম এক অনন্য উচ্চতার নাম। দেশের হয়ে সবচেয়ে বেশি ৯৯টি টেস্ট খেলার রেকর্ডের পাশাপাশি সর্বোচ্চ ৬ হাজার ৩৫১ রান করার কৃতিত্ব তার।
টেস্টে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটিও মুশফিকের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রান।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ৩টি ডাবল সেঞ্চুরির মালিকও তিনি।
ব্যাট হাতে শুধু রানই নয়, উইকেটে সময় কাটানোর ক্ষেত্রেও তিনি সেরা। টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি বল খেলা ব্যাটসম্যান তিনি। ক্যারিয়ারে খেলেছেন ১৩,১২১ বল।
এছাড়া টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৪০টি চার, সর্বোচ্চ ৭টি ম্যাচসেরা পুরস্কার এবং সর্বোচ্চ ১১২টি ক্যাচ নেওয়ার রেকর্ডও মুশফিকের দখলে।
তার ২০ বছর ১৭৩ দিনের ক্যারিয়ার বাংলাদেশের কোন ক্রিকেটারের পক্ষে সর্বোচ্চ।
৩৮ বছর ১৮৬ দিন বয়সে তিনি দেশের সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার হিসেবে মাঠে নেমেছেন।
সাকিব আল হাসানের সঙ্গে তিনি গড়েছেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জুটি। ৫ম উইকেটে ৩৫৯ রানের পার্টনারশিপ।
নেতৃত্বেও তিনি শীর্ষে। সর্বোচ্চ ৩৪টি ম্যাচে অধিনায়কত্ব করার পাশাপাশি অধিনায়ক হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি ৭টি টেস্ট জয়ের কৃতিত্বও তার।

স্পোর্টস ডেস্ক