সুখবর পেলেন মুশফিক-তাইজুল-মুরাদরা
আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা পোষাকের টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে স্পিনার হাসান মুরাদের। অভিষেক সিরিজেই দুর্দান্ত পারফর্ম করেছেন তরুণ এই স্পিনার। বল হাতে আলো ছড়িয়েছিলেন আরেক স্পিনার তাইজুল ইসলামও। আর ব্যাটহাতে নিজের ঐতিহাসিক টেস্ট ম্যাচকে রাঙিয়েছেন মুশফিকুর রহিম। সেই ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনজনই।
আজ বুধবার (২৬ নভেম্বর) পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে বড় লাফ দিয়েছেন হাসান মুরাদ। র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মুশফিক-তাইজুল-লিটন দাসরাও।
মিরপুর টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট শিকার করেছিলেন হাসান মুরাদ। এতে ৪০ ধাপ এগিয়েছেন এই স্পিনার। উঠে এসেছেন ৫২ নম্বরে।
আরও পড়ুন : সাকিবকে ছাড়িয়ে তাইজুল এখন সবার ওপরে
বাংলাদেশের সিরিজ নিশ্চিত করা টেস্টে দুই ইনিংসে ৮ উইকেট শিকার করেন তাইজুল। এতে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছেন তিনি। এবার উন্নতি হয়েছে র্যাঙ্কিংয়েও। ৪ ধাপ এগিয়ে বর্তমানে আছেন ১৫ নম্বরে। বাংলাদেশিদের মধ্যে তিনি সবার ওপরে।
মিরপুরে ৩ উইকেট নেওয়া খালেদ আহমেদ এগিয়েছেন ৫ ধাপ। বর্তমানে তিনি আছেন ৮৬ নম্বরে। আগের মতোই ২৫ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ।
আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাটহাতে উজ্জ্বল ছিলেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরির পরে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন হাফসেঞ্চুরি। ক্যারিয়ারের শততম টেস্টের রঙিন পারফরম্যান্সের ছোঁয়া লেগেছে র্যাঙ্কিয়েও। ৭ ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠে এসেছেন মুশফিক। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিনি সবার ওপরে আছেন।
আরও পড়ুন : মুশফিকের ১০০-তে ১০০
প্রথম ইনিংসে মুশফিককে দারুণভাবে সঙ্গ দেন লিটন দাস। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। সেই ইনিংসের সুবাদে উইকেটরক্ষক এই ব্যাটার এগিয়েছেন ৮ ধাপ, উঠে এসেছেন ৩৭তম স্থানে।
দুই ইনিংসে হাফসেঞ্চুরি করা (৬৩ ও ৮৭) মুমিনুল হকও এগিয়েছেন ৮ ধাপ। তিনি উঠে এসেছেন ৪৬ নম্বরে। একধাপ এগিয়ে ৫৪তম স্থানে আছেন সাদমান ইসলাম। ২ ধাপ এগিয়ে মাহমুদুল হাসান জয় আছেন ৭২তম স্থানে।

স্পোর্টস ডেস্ক