টেস্টে ২৫ বছরে বাংলাদেশ : কোন বিভাগে কে সেরা?
অনেক উত্থান–পতনের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করল বাংলাদেশ। ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু করেছিল টাইগাররা। দীর্ঘ এই সময়ে সাফল্যের সংখ্যা কম হলেও অর্জনগুলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে।
২৫ বছরে বাংলাদেশ খেলেছে মোট ১৫৪টি টেস্ট ম্যাচ। এর মধ্যে জয় এসেছে মাত্র ২৩টিতে, হার ১১২ ম্যাচে, আর বাকিগুলো ড্র। ইনিংস ব্যবধানে তিনটি জয় পেলেও ৪৭ বার ইনিংস ব্যবধানে হারতে হয়েছে—যা এখনো টেস্টে বাংলাদেশের দুর্বলতার প্রতিচ্ছবি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয় ও সবচেয়ে বড় হার দুটোই এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
২০০০ সালের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে দল করেছিল ৪০০ রান—সেই ম্যাচে ব্যাটহাতে ঝলমলে পারফরম্যান্স উপহার দেন আমিনুল ইসলাম বুলবুল। খেলেন ১৪৫ রানের অসাধারণ ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান করেছিলেন হাবিবুল বাশার। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে গিয়ে ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৩ সালে গলে টাইগাররা করেছিল ৬৩৮ রান—যা এখনো পর্যন্ত একমাত্র ৬০০ রানের উপরে দলীয় সংগ্রহ। অন্যদিকে, সর্বনিম্ন রান ৪৩, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জার এই রেকর্ড গড়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ১৩ বার ১০০ রানের নিচে অলআউট হয়েছে দলটি।
দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ২০ বছরের ক্যারিয়ারে তার ম্যাচসংখ্যা ৯৮। আয়ারল্যান্ডের বিপক্ষে পরবর্তী দুই টেস্টে খেললে তিনিই হবেন বাংলাদেশের প্রথম ক্রিকেটার, যিনি শততম টেস্টে নামবেন।
মুশফিকুর রহিমই দেশের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রাহক। ১২টি সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরিতে ৬৩২৮ রান করেছেন তিনি। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মুশির অপরাজিত ২১৯ রানই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
বোলিংয়ে সবচেয়ে সফল সাকিব আল হাসান। তিনি ৭১ টেস্টে নিয়েছেন ২৪৬ উইকেট। তার পরেই আছেন তাইজুল ইসলাম। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলিং রেকর্ড গড়েন তাইজুল। অন্যদিকে, মেহেদি হাসান মিরাজ একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে তিনবার ম্যাচে ১০ বা তার বেশি উইকেট নিয়েছেন।
উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল লিটন দাসের—৫০ টেস্টে ১১৪টি ডিসমিসাল করেছেন তিনি। আর মাঠে সবচেয়ে বেশি ৪২টি ক্যাচ নিয়েছেন মুমিনুল হক।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জুটি এসেছে ২০১৭ সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে। সেই ম্যাচে পঞ্চম উইকেটে ৩৫৯ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
২৫ বছরের এই পথচলায় জয়-পরাজয়ের হিসাব যতই হোক, আজকের দিনটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয়—টেস্ট ক্রিকেটে এক চতুর্থাংশ শতাব্দীর গর্বিত উপস্থিতির দিন।

স্পোর্টস ডেস্ক