টি-টোয়েন্টিতে ফিরেই বাবরের শূন্য, হারল পাকিস্তান
বাবর আজম জাতীয় দলে ফিরলেন ১০ মাস পর, মাঠে নামলেন রোহিতকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার লক্ষ্যে। কিন্তু দুই বল খেলে শূন্য রানে আউট তিনি। বাবরের সেই ব্যর্থ প্রত্যাবর্তনের দিনে ধসে পড়ল পুরো পাকিস্তান দল। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৫৫ রানে হেরে সিরিজে পিছিয়ে গেল স্বাগতিকরা।
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) স্তন ক্যানসারে আক্রান্তদের প্রতি সংহতি প্রকাশ ও সবার মাঝে সচেতনতা বাড়ানোর ক্যাম্পেইন হিসেবে গোলাপি জার্সি পরে খেলতে নামে পাকিস্তান।
এদিন রিজা হেনড্রিকসের ফিফটি, কর্বিন বশের ক্যারিয়ারসেরা বোলিং ও জর্জ লিন্ডার অলরাউন্ড পারফরম্যান্সে দুর্দান্ত প্রোটিয়ারা।
আরও পড়ুন : টানা ব্যর্থ পাকিস্তান এবার বাবরের দুয়ারে
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৯৪ রান করে দক্ষিণ আফ্রিকা। হেনড্রিকস ৪০ বলে ৬০, লিন্ডা ২২ বলে ৩৬ রান করেন। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ নাওয়াজ ৪ ওভারে ২৬ রানে নেন ৩ উইকেট।
১৯৫ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তানের শুরুটাই ছিল নড়বড়ে। ওপেনার সাহিবজাদা ফারহান ২৪ রান করে ফিরলে, পরের ওভারেই শূন্য রানে ক্যাচ তুলে দেন বাবর আজম। বাবরের ফেরার ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় দলও দ্রুত ভেঙে পড়ে।
আরও পড়ুন : জাতীয় দলে ফিরতে দুই শর্ত পূরণ করতে হবে বাবরকে
শুরুতে জীবন পেয়ে কিছুটা লড়াই করলেও সাইম আইয়ুবের ২৮ বলে ৩৭ রানের ইনিংস শেষ হয় ১১তম ওভারে লিন্ডার বলে। পরের ব্যাটাররা কেউই দাঁড়াতে পারেননি। কেবল মোহাম্মদ নাওয়াজের ২০ বলে ৩৬ রানের ছোট ইনিংসে কিছুটা ব্যবধান কমে। শেষ পর্যন্ত ১৩৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। প্রোটিয়াদের পক্ষে কর্বিন বশ চার ওভারে ১৪ রানে ৪ উইকেট তুলে নেন।
দারুণ ব্যাটিংয়ের পর বেলিংয়েও তিন ওভারে ৩১ রানে ৩ উইকেট পেয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন লিন্ডা। এই জয় দিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার লাহোরে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৯৪/৯ (হেনড্রিকস ৬০, ডি কক ২৩, ডি জর্জি ৩৩, ব্রেভিস ৯, ব্রিটস্কি ১, ফেরেইরা ১০, লিন্ডা ৩৬, বশ ৭, উইলিয়ামস ৩, বার্গার ০*; আফ্রিদি ৪-০-৪৫-১, নাসিম ৩-০-৩৪-১, সাইম ৪-০-৩১-২, আবরার ৪-০-৪২-১, সালমান ১-০-১৫-০, মোহাম্মদ নাওয়াজ ৪-০-২৬-৩)
পাকিস্তান: ১৮.১ ওভারে ১৩৯ (সাহিবজাদা ২৪, সাইম ৩৭, বাবর ০, সালমান ২, উসমান ১২, হাসান নাওয়াজ ৩, মোহাম্মদ নাওয়াজ ৩৬, ফাহিম ১, আফ্রিদি ৪, নাসিম ৯, আবরার ০*; বার্গার ৪-০-৩৫-০, এনগিডি ৪-০-৩৫-১, উইলিয়ামস ৩.১-০-২১-২, বশ ৪-০-১৪-৪, লিন্ডা ৩-০-৩১-৩)
ফল : ৫৫ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা
ম্যাচ সেরা : জর্জ লিন্ডা
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক