বিশ্বকাপ ফাইনালে হারা উত্তরসূরীদের জন্য মেসির বার্তা

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে মরক্কোর বিপক্ষে হেরে আর্জেন্টিনার যুবাদের স্বপ্নভঙ্গ হয়েছে। টুর্নামেন্টজুড়েই ফেভারিট ছিল আর্জেন্টিনা। টানা ছয় ম্যাচে অপরাজিত থাকা দলটি ধাক্কা খেয়েছে ফাইনালে এসে। উত্তরসূরীদের এই হারের পর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি তাদেরকে মাথা উঁচু রাখতে বললেন।
আজ সোমবার (২০ অক্টোবর) ফাইনালে চিলির সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে ইয়াসির জাবিরির জোড়া গোলে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে মরক্কো।
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম রানার্স-আপ হওয়া আর্জেন্টাইন যুবাদের বার্তা দেন মেসি। নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে দলটিকে উৎসাহ জানিয়ে মেসি লেখেন, ‘মাথা উঁচু রাখো, ছেলেরা! তোমরা দারুণ এক টুর্নামেন্ট খেলেছো। যদিও আমরা সবাই চেয়েছিলাম তোমাদের হাতে কাপটা দেখতে, তারপরও তোমরা যা কিছু আমাদের উপহার দিয়েছো, সেটা আনন্দের এবং গর্বের বিষয়। তোমরা যেভাবে নীল-সাদা জার্সির মর্যাদা রক্ষা করেছো, তা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।’
ডিয়েগো প্লাসেন্তের অধীনে টুর্নামেন্টজুড়ে অসাধারণ খেলছে আর্জেন্টিনার যুবারা। ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে শিরোপা জেতা মেসি শুরু থেকেই এ বছরের আসরে দলটির পাশে ছিলেন। দলের এমন স্বপ্নভঙ্গের পরও তাদের উৎসাহ এবং অনুপ্রেরণা দিলেন রেকর্ড আট বারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।