বিপিএল নিয়ে দুঃসংবাদ দিল বিসিবি
নতুনত্বের স্বাদ আর অনেক আশা-প্রত্যাশা নিয়ে মাঠে গড়াবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কিন্তু শুরুতেই দুঃসংবাদ শুনতে হচ্ছে সমর্থকদের। বিপিএলের আসন্ন আসর মাঠে গড়াবে সিলেট পর্ব দিয়ে। এর আগে ঢাকায় জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান করার জানিয়েছিল বিসিবি। কিন্তু সেটি আর হচ্ছে না।
বুধবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। মূলত দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিল আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ১২তম আসরকে আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলকভাবে আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।’
বিসিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়ার সঙ্গে খেলোয়াড়, দর্শক, ম্যাচ অফিসিয়াল ও টুর্নামেন্ট সংশ্লিষ্ট সব অংশীজনের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে গভর্নিং কাউন্সিল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব পক্ষের সার্বিক প্রস্তুতিও পরিকল্পনায় রয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গণজমায়েত সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের বর্তমান নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে ও সবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, বড় জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠান বা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে না।’
‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএল গভর্নিং কাউন্সিল আশা প্রকাশ করছে, তারা স্টেডিয়ামে দর্শকদের স্বাগত জানাতে পারবে ও দারুণ একটি টুর্নামেন্ট উপহার দেবে।’

স্পোর্টস ডেস্ক