ঝালমুড়িকে ইংরেজিতে কী বলা হয়, অনেকেরই অজানা
ছবি: সংগৃহীত
ঝালমুড়ি একটি অত্যন্ত জনপ্রিয় মুখরোচক খাবার। এই হালকা খাবারটি রাস্তাঘাট থেকে বাড়ি সর্বদাই পাওয়া যায় সহজেই। রাস্তার ঝালমুড়ি খেতেই বেশি পছন্দ করেন অধিকাংশ মানুষ।
স্কুল, কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনেও ফেরি করে বিক্রি করা হয় এই ঝালমুড়ি। এ ছাড়াও স্টেশনে বা ট্রেনের মধ্যেও এই মুখরোচক খাবার পাওয়া যায়।
ইদানিং আবার মুদি দোকানেও পাওয়া যায় ভিন্ন রকমের ঝালমুড়ির প্যাকেট। ঝালমুড়ি এমন একটি খাবার যা মুড়ি, চানাচুর ও অন্যান্য মশলা সংযোগে তৈরি হয়। স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী মূল্যের খাবার হওয়ায় এটি সাধারণ মানুষের জীবনের একটি অংশ হয়ে উঠেছে।
এক কাপ গরম কফি বা চা সহ ঝালমুড়ি উপভোগ করেন অনেকেই। তবে আপনি কি জানেন ইংরেজিতে ঝাল মুড়িকে কী বলা হয়।
ঝালমুড়িকে অনেকে মসলা মরিয়া বলে ইংরেজিতে স্পাইসি পাফড রাইস (Spicy puffed Rice) বলা হয়।

ফিচার ডেস্ক