ছবিতে আপনি গাছ দেখেছেন, না বাঘ?
সম্প্রতি ভাইরাল হওয়া একটি দৃষ্টিভ্রম (অপটিক্যাল ইলিউশন) ছবিতে কেউ প্রথমে গাছ দেখতে পাচ্ছেন, আবার কেউ বাঘ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আপনি প্রথম দেখায় কী দেখলেন, তার ভিত্তিতে জানা যেতে পারে স্বামী বা বয়ফ্রেন্ড হিসেবে আপনার ব্যক্তিত্ব কেমন।
যদি আপনি প্রথমে গাছ দেখেন, তবে আপনি একজন সহানুভূতিশীল ও বন্ধুত্বপূর্ণ সঙ্গী। এই ধরনের মানুষ বন্ধুর মতো সঙ্গীর পাশে থাকেন এবং তার ওপর নিজের মত চাপিয়ে না দিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে উৎসাহ দেন। সম্পর্কের সমস্যায় এরা দায়িত্বশীলভাবে সমাধান খুঁজতে চান, কিন্তু নিজের কষ্ট চেপে রেখে ধৈর্য ধরে অপেক্ষা করেন।
অন্যদিকে, যদি আপনি প্রথমে বাঘ দেখেন, তাহলে আপনি একজন সচেতন ও যত্নবান সঙ্গী। আপনি সঙ্গীর ছোটখাটো বিষয়েও নজর রাখেন এবং সমস্যা হলে সমাধানের জন্য সচেষ্ট থাকেন। মতবিরোধ ঘটলেও, সম্পর্ক টিকিয়ে রাখাকে আপনি প্রাধান্য দেন। এই ধরনের মানুষরা কষ্ট পেলে তা সরাসরি প্রকাশ করেন এবং কাউকে কষ্ট দিলে ক্ষমা চাইতে দ্বিধা দিলে ক্ষমা চাইতে দ্বিধা করেন না।
আসলে এই ধরনের অপটিক্যাল ইলিউশন কেবল একটি মজার পরীক্ষা।

ফিচার ডেস্ক