রেল দিবস
ঝমাঝম শব্দের ১৬৩ বছর
আজ রেল দিবস। ১৮৬২ সালের এই দিনে অবিভক্ত বাংলায় প্রথম যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়েছিল। চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জাগতি পর্যন্ত ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেললাইন উদ্বোধনের মাধ্যমে যে ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল, আজকের দিনে সেই স্মৃতি ও অগ্রগতিকে স্মরণ করা হচ্ছে।
দীর্ঘদিন এই ঐতিহাসিক দিনটি অযত্নে উপেক্ষিত থাকলেও, ২০২০ সাল থেকে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে আনুষ্ঠানিকভাবে ১৫ নভেম্বরকে রেল দিবস হিসেবে পালন শুরু করে।
রেল দিবসকে কেন্দ্র করে আজ দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। দিনব্যাপী এই আয়োজনে রেলওয়ের টাস্কফোর্স কমিটির সদস্যরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন এবং চলমান ট্রেন পরিদর্শন করবেন। এই পরিদর্শনের মূল লক্ষ্য হলো স্টেশনগুলোর সামগ্রিক পরিবেশ, যাত্রীদের জন্য উন্নত সেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মান মূল্যায়ন করা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এর মাধ্যমে রেলসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়াও, দিবসটি উপলক্ষে দেশের প্রধান প্রধান স্টেশনগুলো বর্ণিল ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। এই দিনটিতে যাত্রীদের মধ্যে সচেতনতা ও নিরাপত্তাবিষয়ক প্রচারণা চালানো হচ্ছে এবং রেলওয়ের উন্নয়নে বিভিন্ন নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেল দিবস উদযাপনের মাধ্যমে দেশের প্রাচীনতম এবং গুরুত্বপূর্ণ এই যোগাযোগ মাধ্যমটির প্রতি মানুষের আগ্রহ এবং দায়িত্ববোধ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
