আপনার মস্তিষ্ক কী দেখছে? ঈগল পাখি নাকি পাহাড়—এই অপটিক্যাল ইলিউশন বলে দেবে আপনি অলস না পরিশ্রমী
সোশ্যাল মিডিয়ায় আজকাল অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম ছবির ছড়াছড়ি। এই ছবিগুলো আমাদের মস্তিষ্ক নিয়ে যেমন খেলা করে, তেমনই আমাদের ব্যক্তিত্বের লুকানো দিকগুলোও প্রকাশ করে। একই ছবি একাধিক অর্থ বহন করে এবং ব্যক্তিভেদে এর সমাধান ভিন্ন হয় বলে এগুলোর জনপ্রিয়তা তুঙ্গে। সম্প্রতি এমনই একটি দৃষ্টিভ্রম ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা প্রথম দেখাতে আপনি কী দেখছেন, তার ওপর নির্ভর করে বলে দিতে পারে—আপনি অলস, নাকি পরিশ্রমী মানুষ।
অনেকেই ছবিটি দেখে নিজেদের সম্পর্কে জানতে আগ্রহী হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ছবিটিতে দুটি ভিন্ন অর্থ লুকিয়ে আছে। কেউ প্রথম দেখায় দেখছেন একটি ঈগল পাখি, আবার কেউ দেখছেন পাহাড়ের দৃশ্য। ছবিতে আপনি প্রথম কী দেখতে পাচ্ছেন, তার ওপর ভিত্তি করেই আপনার স্বভাবের একটি বিশ্লেষণ নিচে তুলে ধরা হলো:
১. যদি প্রথম দেখায় দেখেন ঈগল পাখি
যদি ছবিতে প্রথম দৃষ্টিতেই আপনি একটি ঈগল পাখি দেখতে পান, তবে আপনি স্বভাবগতভাবে একজন সামাজিকভাবে প্রাণবন্ত মানুষ। আপনার উপস্থিতি চারপাশের মানুষকে আনন্দ দেয় এবং আপনার ব্যক্তিত্ব সবার কাছেই আকর্ষণীয়। তবে কাজের ক্ষেত্রে আপনার একটি বিশেষ প্রবণতা রয়েছে আপনি বেশি পরিশ্রম করতে খুব একটা রাজি নন। এর মানে এই নয় যে আপনি অলস, তবে আপনি আনন্দকে উপেক্ষা করে কেবল কাজ করতেই স্বচ্ছন্দ নন। এই স্বভাবের মানুষরা যদি নিজেদের পছন্দ অনুযায়ী কাজ করতে পারেন, তবে তারা দারুণ সাফল্য অর্জন করেন।
২. যদি প্রথম দেখায় দেখেন পাহাড়
যদি প্রথম দেখাতেই আপনার চোখে পাহাড়ের দৃশ্য ধরা পড়ে, তবে আপনি একজন পরিশ্রমী এবং উদ্যমী মানুষ। আপনি সবসময়ই নতুন কিছু করার চেষ্টা করেন এবং দীর্ঘক্ষণ কাজ ছাড়া বসে থাকলে রীতিমতো অস্থির হয়ে ওঠেন। এই স্বভাব বৈশিষ্ট্যের মানুষরা সাধারণ বিষয়ের মধ্যেও সৌন্দর্য খুঁজে বের করার মতো বিশেষ ক্ষমতা রাখেন। এরা সাধারণত উচ্চাকাঙ্ক্ষী হন এবং নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে কখনো পিছপা হন না। তবে মনে রাখবেন, উচ্চাকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণের দুশ্চিন্তা মাঝে মাঝে এদের কষ্ট দিতে পারে। তাই পরিশ্রমের সময় সঠিক বিশ্রামের দিকে খেয়াল রাখা তাদের জন্য অত্যন্ত জরুরি।
আপনার মস্তিষ্ক প্রথমে কোনটি দেখেছে? আপনার উত্তর কি আপনার স্বভাবের সঙ্গে মিলে গেল? এই দৃষ্টিভ্রম ছবিগুলি কেবল বিনোদনের জন্যই নয়, এগুলো আমাদের নিজেদের সম্পর্কে কিছু কৌতূহলোদ্দীপক তথ্যও দিতে পারে।

ফিচার ডেস্ক