কেন আর সিনেমায় গান গাইবেন না অরিজিৎ সিং?
অভিমান নাকি হঠাৎ ক্লান্তি—কারণ নিয়ে নানা ব্যাখ্যা ঘুরছে। কিন্তু এসব অনুমান ছাপিয়ে অরিজিৎ সিং নিজেই জানালেন তাঁর সিদ্ধান্তের কথা। স্পষ্ট ঘোষণা—তিনি আর প্লেব্যাক গাইবেন না। তবে এই বিদায় সংগীত থেকে নয়, বরং একটি নির্দিষ্ট অধ্যায় থেকে।
২৭ জানুয়ারি রাতে নিজের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় ৩৮ বছর বয়সী এই গায়ক জানান, সিদ্ধান্তটি কোনো এক দিনের ভাবনা নয়। দীর্ঘ সময় ধরে নিজেকে প্রশ্ন করে, ভেতরের দ্বিধা কাটিয়েই তিনি এই পথে এসেছেন।
অরিজিৎ লেখেন, এই সিদ্ধান্তের পেছনে একটি নয়, একাধিক কারণ কাজ করেছে। তাঁর ভাষায়, তিনি খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলেন। একই ধাঁচের কাজ বারবার করতে গিয়ে তিনি নিজেই এক ধরনের ক্লান্তিতে ভুগছিলেন। তাই গানের সুর, বিন্যাস বদলে লাইভ পরিবেশনার দিকে ঝুঁকেছেন তিনি। এখন নিজের ভেতরের শিল্পীকে নতুনভাবে খুঁজে পাওয়াটাই বেশি জরুরি বলে মনে করছেন।
এখানেই শেষ নয়। অরিজিতের ভাবনায় জায়গা করে নিয়েছে নতুন প্রজন্মও। তিনি চান, নতুন কণ্ঠ উঠে আসুক, নতুন গায়করা সামনে আসুক। কেউ যদি তাকে অনুপ্রাণিত করতে পারে—সেই সম্ভাবনাই এখন তাকে বেশি টানে। তাঁর মতে, সংগীতের স্বাভাবিক অগ্রযাত্রার জন্য পুরনোদের সরে দাঁড়ানো দরকার।
ভবিষ্যৎ নিয়ে তিনি পরিষ্কার করে দিয়েছেন—প্লেব্যাক ছাড়লেও গান ছাড়ছেন না। বরং একজন স্বাধীন শিল্পী হিসেবে আরও শেখা, পরীক্ষা-নিরীক্ষা করা এবং নিজের মতো করে গান তৈরি করতেই মনোযোগ দেবেন। শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাঁর কিছু অসম্পূর্ণ কাজ এখনও বাকি রয়েছে। সেগুলো পূরণ করতেই সামনে নতুন কিছু কাজ আসতে পারে।
অরিজিতের সংগীতযাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে। প্রতিযোগিতায় ষষ্ঠ হলেও সেখান থেকেই শুরু হয় তাঁর পরিচিতি। পরে সঞ্জয় লীলা বানশালি ও প্রীতমের নজরে আসেন তিনি।
২০১১ সালে ‘মার্ডার ২’-এর ‘ফির মহব্বত’ দিয়ে প্লেব্যাকে যাত্রা শুরু হলেও, ২০১৩ সালে ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’ বদলে দেয় সবকিছু। সেই গানেই অরিজিৎ হয়ে ওঠেন কোটি শ্রোতার কণ্ঠস্বর।
এক দশকের বেশি সময় ধরে প্লেব্যাক জগতে দাপটের সঙ্গে উপস্থিত থাকা এই গায়ক জনপ্রিয়তার শীর্ষে দাঁড়িয়েই জানালেন—এই অধ্যায় এখানেই শেষ। তবে সংগীতের পথচলা যে এখনও চলমান, সেটাও স্পষ্ট করে দিলেন তিনি।

বিনোদন ডেস্ক