অমিতাভ বচ্চনের শুভকামনায় ‘প্রিন্স’
শনিবার রাতে মুম্বাইয়ে ‘প্রিন্স’-এর পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতান দেখা করেন বলিউড তারকা অমিতাভ বচ্চনের সঙ্গে। তাদের সঙ্গে ছিলেন সিনেমাটির ডিওপি অমিত রায়।
আলাপচারিতায় সিনেমা প্রসঙ্গ উঠতেই অমিতাভ বচ্চন জানান শুভকামনা। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’, যা মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। ডিসেম্বরের শুরুতে শুরু হবে এর মূল শুটিং। বর্তমানে মুম্বাইয়ে প্রি-প্রোডাকশনের কাজ করছেন পরিচালক ও প্রযোজক।
অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাতের মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হলে বেশ সাড়া ফেলে। অনেকেই পোস্টে মন্তব্য করেছেন, ‘বাংলা সিনেমার জন্য এটা বড় অনুপ্রেরণার মুহূর্ত।’
মুম্বাই থেকে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘অমিতাভ স্যার তখন শুটিংয়ে ছিলেন। অমিত দাদার (ডিওপি) মাধ্যমে আমরা দেখা করার সুযোগ পাই। জানতে পেরে যে আমরা বাংলা সিনেমায় নতুন কিছু করার চেষ্টা করছি, তিনি বেশ খুশি হয়েছেন। শাকিব ভাইয়ের কথাও শুনেছেন, এমনকি কিছু কথা বাংলাতেও বলেছেন। তাঁর সময় থেকে কয়েক মিনিট পাওয়া আমাদের জন্য সত্যিই বিশেষ।’

বিনোদন ডেস্ক