সানড্যান্স কোল্যাবের স্কলারশিপ পেলেন বাংলাদেশি নির্মাতা গোলাম রাব্বানী
স্বাধীন সিনেমা নির্মাতাদের সহায়তায় হলিউড অভিনেতা রবার্ট রেডফোর্ড প্রতিষ্ঠা করেন সানড্যান্স ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠান থেকেই প্রতি বছর সানড্যান্স উৎসব আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণ বিষয়ে এক বছরের শিক্ষাবৃত্তি পেয়েছেন নির্মাতা গোলাম রাব্বানী।
ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া আয়োজিত দ্বিতীয় সিনেমা কর্মশালায় অংশ নেওয়া তিনজনকে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। অন্য দুজন হলেন—সিংম্যাউ মার্মা, যিনি নির্মাণ বিষয়ে এবং জহিরুল ইসলাম কচি, যিনি চিত্রনাট্য বিষয়ে এই সুযোগ পেয়েছেন।
এই শিক্ষাবৃত্তির আওতায় আগামী এক বছর গোলাম রাব্বানী সানড্যান্স কোল্যাবের আন্তর্জাতিক সিনেমা পেশাজীবীদের সঙ্গে যুক্ত থেকে নিজের নতুন কাজ উন্নয়ন করবেন। নির্ধারিত পাঠ্যক্রম শেষে তিনি সনদপত্র অর্জন করবেন।
গোলাম রাব্বানী বলেন, ‘শিক্ষাকে আমি জ্ঞান বিনিময়ের একটি প্রক্রিয়া হিসেবে দেখি। নতুন কিছু শেখার আগ্রহ থেকেই নিজেকে সব সময় প্রস্তুত রাখি। সিনেমা বিষয়ক এই শিক্ষাবৃত্তি আমার কাজের যাত্রাকে আরও বিস্তৃত করবে বলে আশা করি। এই সুযোগ দেওয়ার জন্য আমার সিনেমা শিক্ষাপ্রতিষ্ঠান আইএএফএমকে ধন্যবাদ।’
এর আগে গোলাম রাব্বানীর নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য কাজ ‘ছুরত’ ২২তম ঢাকা আন্তর্জাতিক সিনেমা উৎসবে আধ্যাত্মিক বিভাগে বিশেষ স্বীকৃতি পায়। পাশাপাশি ভেনিস ইন্টারকালচার উৎসব ও বুদাপেস্ট সিনেমা উৎসবে তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য কাজ ‘আনটাং’ সম্মানসূচক স্বীকৃতি অর্জন করে।
সর্বশেষ যৌথ প্রযোজনায় নির্মিত ‘নিশি’ পরিবেশভিত্তিক এমা পুরস্কার অর্জন করেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো সিনেমা এই সম্মানজনক স্বীকৃতি লাভ করল।

বিনোদন ডেস্ক