ওসমান হাদিকে নিয়ে মুনাইম বিল্লাহর ‘কোটি হাদির ডাক’
শহীদ শরিফ ওসমান হাদির বিপ্লবী চেতনা ও স্মৃতিকে অম্লান রাখতে সংগীতে নতুন মাত্রা যোগ করলেন ‘মেহেরবান’ খ্যাত জনপ্রিয় শিল্পী মুনাইম বিল্লাহ। সোমবার (২২ ডিসেম্বর) তার নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নতুন সংগীত ‘কোটি হাদির ডাক‘।
এই গানটির মাধ্যমেই দীর্ঘ বিরতির পর আবারও সংগীতে ফিরলেন এই শিল্পী। মুক্তির পাওয়ার পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং শ্রোতামহলে প্রশংসিত হচ্ছে।
গানটি প্রসঙ্গে মুনাইম বিল্লাহ বলেন, ‘কোটি হাদির ডাক’ কেবল একটি সাধারণ সংগীত নয়, এটি একটি ইতিহাস ও বিপ্লবের প্রতিচ্ছবি। এটি শহীদ শরিফ ওসমান হাদি ভাইয়ের বিপ্লবী চেতনার স্বীকৃতি এবং আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একাত্মতা প্রকাশের একটি মাধ্যম।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যে, এই গানটি বিপ্লবী চেতনার মানুষের পাশাপাশি সাধারণ মানুষের মনেও গভীর প্রভাব ফেলবে এবং হাদি ভাইকে মানুষের হৃদয়ে চিরকাল অমর করে রাখবে।গানটির নেপথ্যে কারিগর হিসেবে রয়েছেন সময়ের আলোচিত কিছু মুখ। এর শক্তিশালী কথা লিখেছেন কবি জিয়া হক এবং সুর করেছেন জনপ্রিয় শিল্পী আবু উবায়দা।
গানটির সাউন্ড ও মিক্স মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন শরিফ মাহমুদ। এর আগে জিয়া হকের লেখা ‘হাদি তুই ফিরে আয়’ গানটি মুক্তির মাত্র এক সপ্তাহে দুই মিলিয়নের বেশি ভিউ পেয়ে ইতিহাস গড়েছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই গানটিও সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রেখে দেশের বিপ্লবী সংগীতের তালিকায় অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে জায়গা করে নেবে। গানটি দেখতে ও শুনতে এই লিংকে ক্লিক করুন।

বিনোদন ডেস্ক