এবার ওয়েব ফিল্মে মিম
আরিফিন শুভর বিপরীতে ‘মালিক’ শিরোমানের একটি সিনেমায় কাজ করছেন বিদ্যা সিনহা মিম। সেই খবরের মাঝেই জানা গেল, নতুন ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন নায়িকা। এখনো নাম চূড়ান্ত না হওয়া এই প্রজেক্টটি পরিচালনা করছেন কাজী আসাদ। নির্মাতা জানিয়েছেন, এই কাজের মাধ্যমে মিমকে ভিন্ন এক রূপে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে।
কাজী আসাদের ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে অভিনেত্রীর পরিচিত ইমেজ থেকে বেরিয়ে আসার একটি প্রচেষ্টা থাকবে। তিনি বলেন, দর্শক যেভাবে মিমকে সাধারণত দেখে অভ্যস্ত, সেখান থেকে আলাদা একটি চরিত্র নির্মাণ করাই এই কাজের অন্যতম লক্ষ্য। সেই চ্যালেঞ্জ মাথায় রেখেই সিনেমাটির পরিকল্পনা করা হয়েছে।
১৩ ডিসেম্বর এই ফিল্মে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন মিম। নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আবেগনির্ভর একটি গল্প। চলতি মাসের মধ্যেই শুটিং শুরু করার প্রস্তুতি চলছে।
চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই চিত্রনাট্য নিয়ে সময় দিচ্ছেন অভিনেত্রী। তিনি জানান, গল্পটি ভালো লেগেছে বলেই কাজটিতে যুক্ত হয়েছেন। এ কারণে কিছুদিন ধরে নতুন কোনো প্রজেক্টে সায় দেননি। মিমের ভাষায়, প্রস্তাব নিয়মিতই আসে, তবে গল্প ও কাজের সামগ্রিক দিক তার সঙ্গে না মিললে তিনি সিদ্ধান্ত নেন না।
এ প্রসঙ্গে মিম বলেন, ‘অনেকে জানতে চান কেন কাজ কম করছি। আসলে এমন কোনো গল্প পাচ্ছিলাম না যেটা করতে মন চাইছিল। কাজী আসাদ যখন এই গল্পটি শোনালেন, তখন মনে হলো কাজটি করা উচিত।’
সিনেমাটিতে নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি মিম। তবে ইঙ্গিত দিয়েছেন, গল্পের ভেতর দিয়ে তার চরিত্রের একটি গুরুত্বপূর্ণ যাত্রা উঠে আসবে।
এদিকে ২০২৬ সালে আরও কিছু নতুন কাজের ঘোষণা আসবে বলেও জানান অভিনেত্রী।
নাম চূড়ান্ত না হওয়া এই ফিল্মটির গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। চিত্রনাট্যে কাজ করেছেন আসাদুজ্জামান আবীর। প্রজেক্টটিতে ইতোমধ্যে আরও কয়েকজন অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন। সময় অনুযায়ী তাঁদের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে চরকি কর্তৃপক্ষ।

বিনোদন ডেস্ক