কেন ভেঙেছিল শিল্পা-অক্ষয়ের প্রেম? উঠে আসছে নতুন তথ্য
বলিউডে নব্বইয়ের দশকে বেশ কিছু জুটি দর্শকের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। তাদের মধ্যে অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী শিল্পা শেঠি অন্যতম। সিনেমার পর্দায় যেমন, বাস্তব জীবনেও গভীর সম্পর্কে জড়িয়েছিলেন দু‘জন। দীর্ঘদিন প্রেমে থাকার পর তাঁরা বিয়ের কথাও ভেবেছিলেন—তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি।
ভারতীয় গণমাধ্যম আজতক বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে চলচ্চিত্র নির্মাতা ও অক্ষয়ের ঘনিষ্ঠ সহযোগী সুনীল দর্শন সেই সময়কার নানা ঘটনা তুলে ধরেন। সুনীল জানিয়েছেন, শিল্পা ও অক্ষয় বিয়ে করতে চেয়েছিলেন ঠিকই। কিন্তু শিল্পার বাবা-মা অক্ষয়ের উপর একটি শর্ত রেখেছিলেন, যার ফলে দু‘জনের সম্পর্ক ভেঙে যায়।
সুনীল জানান, শিল্পার বাবা- মা মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এমন একটি শর্ত রেখেছিলেন। তার মতে, ‘মেয়ের আর্থিকসহ সবদিক থেকেই নিরাপত্তা চেয়েছিলেন শিল্পার পরিবার। সেখান থেকেই মতবিরোধ শুরু হয়। কিন্তু আমার মনে হয়, এ ক্ষেত্রে শিল্পার বাবা-মায়ের দোষ ছিল। তবে হয়তো এটাই ওদের কপালে ছিল, তাই এটা ঘটেছিল। আমিও ব্যাপারটাকে সেভাবেই দেখি।’
‘এক রিশতা’ সিনমোরর শুটিংয়ের পরপরই সম্পর্ক ভেঙে যায় শিল্পা ও অক্ষয়ের। তবে পরিচালক বলেন, ‘আমার মনে হয় ব্রেকআপের পরে অক্ষয় ভেঙে পড়েনি। ও ঠিকই ছিল। অতীত ভুলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল।’
প্রসঙ্গত, ২০০১ টুইঙ্কল খান্নাকে বিয়ে করেন অক্ষয় কুমার। তাদের দুটি সন্তান রয়েছে। অন্যদিকে, শিল্পা ২০০৯ সালে রাজ কুন্দ্রাকে বিয়ে করেন। রাজ ও শিল্পার দুই সন্তান রয়েছে। দু‘জনেই তাদের বিবাহিত জীবনে সুখী।

বিনোদন ডেস্ক