সন্তান আগমনের অপেক্ষায় রাঘব-পরিণীতি, মুম্বাই ছাড়লেন নাায়িকা

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘর চাড্ডার সংসারে আসতে চলেছে খুদে সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগীদের আগেই সুখবর জানিয়েছেন পরণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। সন্তান আসার অপেক্ষায় দিন গুনছেন তারা দু’জনেই। সুখবর দেওয়ার পর থেকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি পরিণীতিকে। এবার সন্তান আসার আগেই স্বামীর সঙ্গে মুম্বাই ছাড়লেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার একটি সূত্র জানিয়েছে, মুম্বাই ছেড়ে স্বামীর সঙ্গে দিল্লিতে উড়ে গিয়েছেন নায়িকা। সেখানেই নাকি জন্ম নিবে রাঘব-পরিণীতির সন্তান। শুধু তাই নয় এই সময় স্ত্রীর যাতে যত্নে কোনো কমতি না হয়, সেই জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন রাঘব। আর সেসব ভেবেই নাকি দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে পরিণীতিকে।
এক্সক্লুসিভ সূত্রে জানা গেছে, নবজাতকের আগমন খুব শীঘ্রই ঘটতে চলেছে। বহু মাস ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী নিজেই ঘোষণা করেন যে, তারা তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। আর মাত্র কয়েকদিন বাকি।
প্রসঙ্গত, গত ২৫ আগস্টে ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেন অভিনেত্রী। কেকের ওপর লেখা ছিল—‘এক যোগ এক সমান তিন’। সঙ্গে পরিণীতির ক্যাপশন, ‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’ এ ছাড়া দু’জনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ওই মিষ্টি পোস্ট দেখে বেজায় খুশি অনুরাগীরা। আপাতত নতুন সদস্য আসার অপেক্ষায় দিন গুনছেন হবু বাবা-মা।
২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে ঘটা করে বিয়ে করেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা।