ক্ষমা চাওয়ার পরও আরিজিতকে মাফ করেননি, এখন সালমান বলছেন ‘ভুলটা আমারই’
অরিজিৎ সিংয়ের ভুল বোঝাবুঝির কারণেই দূরত্ব, অবশেষে মুখ খুললেন সালমান খান। দীর্ঘদিনের নীরবতা ভাঙলেন সালমান খান। কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে প্রকাশ্যে কথা বললেন এই অভিনেতা।
‘বিগ বস ১৯’-এর সপ্তাহান্তের পর্বে অতিথি হিসেবে ছিলেন কৌতুকশিল্পী রবি গুপ্তা। অনুষ্ঠানে এসে তিনি মজা করে বলেন, ‘আপনার সামনে আসতে আমার ভয় করছিল।’ সালমান কারণ জানতে চাইলে রবি জানান, তাঁর চেহারার সঙ্গে অরিজিতের মিল রয়েছে, তাই এই ভয়।
এই কথা শুনে হেসে ফেলেন সালমান। এরপরই প্রথমবারের মতো তিনি বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন। বলেন, ‘অরিজিৎ আর আমি খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল, আর সেটা হয়েছিল আমার দিক থেকেই।’
তাদের দূরত্বের শুরু ২০১৪ সালের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ওই আসরে সঞ্চালক ছিলেন সালমান। সাধারণ পোশাকে মঞ্চে ওঠায় অরিজিতকে দেখে সালমান বলেন, ‘ঘুমাচ্ছিলে নাকি?’ উত্তরে অরিজিত বলেন, ‘আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।’ উপস্থিত সবাই হাসলেও সালমান মন্তব্যটি সহজভাবে নেননি।
পরে শোনা যায়, সেই ঘটনার পর ‘কিক’, ‘বজরঙ্গী ভাইজান’ ও ‘সুলতান’ থেকে অরিজিতের কণ্ঠে রেকর্ড করা গান বাদ দেওয়া হয়। বিশেষ করে ‘জগ ঘুমেয়া’ গানটি প্রথমে গেয়েছিলেন অরিজিৎ, পরে সেটি রেকর্ড হয় রাহাত ফতেহ আলী খানয়ের কণ্ঠে।
২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। জানান, তিনি কখনোই অপমান করতে চাননি, ঘটনাটি নিছক ভুল বোঝাবুঝি ছিল।
সালমানের সাম্প্রতিক বক্তব্যে সেই অধ্যায়ের অবসান ঘটার ইঙ্গিতই মিলছে।

বিনোদন ডেস্ক