বর্ষীয়ান কৌতুক অভিনেতা ‘জুনিয়র মেহমুদ’ মারা গেছেন
ভারতীয় বর্ষীয়ান অভিনেতা নঈম সৈয়দ মারা গেছেন। চলচ্চিত্র জগতে ‘জুনিয়র মেহমুদ’নামে পরিচিত ছিলেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি ছিলেন নঈম। কিছু দিন আগে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান। বৃহস্পতিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বাড়িতেই মৃত্যু হয় তাঁর।
পাঁচ দশকের অভিনয় জীবনে ২৫০টিরও বেশি সিনেমাতে কাজ করেছিলেন নঈম। এর মধ্যে কাটি পতঙ্গ, মেরা নাম জোকার, পরওয়ারিশ এবং দো অর দো পাঁচ-এর মতো বহু সফল সিনেমাতে অভিনয় করেছেন তিনি।
১৯৬৭ সালে সঞ্জীব কুমার, বলরাজ সাহানী এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায় অভিনীত ‘নৌনিহাল’ সিনেমাতে শিশু অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন নঈম। শিশু কৌতুক অভিনেতা হিসেবে বিস্তর জনপ্রিয়তাও পেয়েছিলেন। নঈমের চলাফেরা বা কথাবার্তায় বলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা মেহমুদের সঙ্গে হুবহু মিল ছিল। মেহমুদই, ‘জুনিয়র মেহমুদ’ নাম দেন নঈমকে। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি মারাঠি ছবি পরিচালনা করেছিলেন নঈম। কৌতুক অভিনেতা হিসাবে দেশের পাশাপাশি বিদেশের মাটিতে বহু অনুষ্ঠানও করতেন।

বিনোদন ডেস্ক