দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক মা। আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়নী পাড়া এলাকার রেল ক্রসিংয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হাফেজা খাতুন মালা (২৫) গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। সঙ্গে থাকা নিহত দুই শিশু তারই সন্তান বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকালে মহানগরীর পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়ানী পাড়া এলাকায় মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে মা ও দুই সন্তানের দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে শিশুদের নাম জানা সম্ভব হয়নি।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা। ওই নারী তার দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে।

নাসির আহমেদ, গাজীপুর