অস্ত্রোপচার চলছে চিত্রনায়িকা দিতির
অপারেশন থিয়েটারে নেওয়ার আগে মেয়ে লামিয়ার সঙ্গে দিতি। ছবি : সংগৃহীত
আজ বুধবার স্থানীয় সময় সকাল ৭টায় ভারতের চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালে চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার শুরু হয়েছে। ব্রেন টিউমারে আক্রান্ত দিতি চিকিৎসার জন্য ২৫ জুলাই এই হাসপাতালে ভর্তি হন।
ঈদের আগে হঠাৎ করেই অসুস্থ বোধ করেন দিতি। এর পর প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাময়িক সুস্থ হন তিনি। পরে আবার অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতে নেওয়া হয়।
এনটিভি অনলাইনকে দিতির মেয়ে লামিয়া চৌধুরী বলেন, ‘সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। মা চিন্তামুক্ত আছেন। আপনারা শুধু দোয়া করবেন। অস্ত্রোপচার যেন ভালোভাবে সম্পন্ন হয়।’

নাইস নূর