দিতির খোলা চিঠি
চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি ব্রেন টিউমারে আক্রান্ত। এখন ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আগামীকাল বুধবার সকাল ৬টায় দিতির মস্তিস্কে অস্ত্রোপচার করা হবে। মায়ের লেখা একটি খোলা চিঠি ফেসবুকে প্রকাশ করেছেন মেয়ে লামিয়া চৌধুরী।
দিতি লিখেছেন-
‘প্রিয় বন্ধু, সহকর্মী ও ভক্তরা, আমি জানি আমাকে না দেখে তোমরা বেশিদিন থাকতে পার না। এর জন্য তাড়াতাড়ি ভালো হয়ে এসে একটা কাচ্চি বিরিয়ানির পার্টি দিব। এখানে আমি ভালো আছি। মনে হচ্ছে, পাঁচ তারকা হোটেলে হলিডে করতে আসছি। দিনে হাজারটা ইনজেকশন দেয়, খালি এটাই বিরক্ত লাগে। ডাক্তার বলছে, আমার ব্রেইনে ছোট্ট একটা টিউমার হইছে, তেমন দুশ্চিন্তার কিছু নেই ইনশাল্লাহ। সব কিছু ডান (হয়ে গেছে), খালি ওইটা (টিউমার) মাথা থেকে ফেলতে পারলেই হয়। পরশুদিন অপারেশনের ডেট (তারিখ) দিয়েছে। আবার তোমাদের সাথে খুব শিগগিরই মজা করতে চলে আসব ইনশাল্লাহ। তত দিন পর্যন্ত ধৈর্য ধরো, আর দোয়া করো।
আমার ওপর তোমাদের এত দোয়া, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। খালি দোয়া করো। তোমরা ভালো থাক, আমারও ভালো থাকার জন্য দোয়া করো। আল্লাহ আমাকে এত ভালো মানুষদের সঙ্গে মিলামেশা করার তৌফিক দিয়েছেন, যারা আমাকে এত ভালোবাসে। আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহকেও ধন্যবাদ তাঁর সকল রহমতের জন্য।’

নাইস নূর