রণবীর-আলিয়ার বিয়েতে বিশৃঙ্খলা, নাখোশ প্রতিবেশীরা!
অবশেষে দুই বছরের গুঞ্জন সত্যি হতে চলেছে। আজ বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফের খবর, আজ ভারতীয় সময় সন্ধ্যা ৭টার দিকে স্বামী-স্ত্রী হিসেবে জনসমক্ষে হাজির হবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।
তবে পোর্টালটি একটি দুঃসংবাদ দিয়েছে। বিয়ের আয়োজনস্থল বাস্তুর বাইরে বেশ বিশৃঙ্খলা দেখা গেছে। এতে নাখোশ প্রতিবেশিরা।
বাস্তু ভবনের বাইরে অসংখ্য পাপারাজ্জি ও ভক্তরা ঘিরে ধরেছেন। আগেই জানানো হয়েছিল, রণবীর-আলিয়ার বিয়েতে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এত নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও তাঁরা সামলাতে পারছেন না। যুগলের প্রথম ছবি তোলার জন্য মিডিয়াকর্মীরা মরিয়া।
একটি সূত্র পোর্টালটিকে বলেছে, ‘রণবীর কাপুর তাঁর বাড়িতে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ায় এখন যে বিশৃঙ্খলা চলছে তাতে প্রতিবেশীরা খুব অসন্তুষ্ট এবং তারা যুগলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরিকল্পনাও করছে।’
বাস্তু বাসভবনে কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, নীতু কাপুর, রিদ্ধিমা কাপুর সাহনি, সোনি রাজদান, মহেশ ভাট, পূজা ভাট, শাহীন ভাটসহ পরিবারের সদস্য ও বন্ধু উপস্থিত হয়েছেন।
শোনা যাচ্ছে, বরমাল্য অনুষ্ঠানে হাজির হবেন সিদ্ধার্থ মালহোত্রা, সারা আলি খান, শাহরুখ খান ও আমির খান।
বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের মধুচন্দ্রিমা পরিকল্পনার বিভিন্ন খবর প্রকাশ পাচ্ছে। কেউ বলছে বিয়ের পর সুইজারল্যান্ডের তুষারাবৃত আল্পস পর্বত এলাকায় মধুচন্দ্রিমা সারবেন রণবীর-আলিয়া। অপর প্রতিবেদন বলছে, এ যুগল তাঁদের প্রিয় স্থান আফ্রিকায় মধুচন্দ্রিমা উদযাপন করবেন। রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা দীর্ঘ হবে না। কারণ, বেশ কয়েকটি সিনেমার শুটের শিডিউল দেওয়া আছে দুজনেরই।
রণবীর-আলিয়ার বিবাহোৎসব ১৩ এপ্রিল শুরু হয়েছে, চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। আগামীতে এ যুগলকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে, যেটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর, ২০২২।

বিনোদন ডেস্ক