নওগাঁয় ৬টি আসনে চার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নওগাঁর ছয়টি সংসদীয় আসনে চার প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী দেলোয়ার হোসেন, খেলাফতে মজলিসের প্রার্থী আব্দুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের হুমায়ুন কবির চৌধুরী এবং নওগাঁ-৫ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী কাজী আতিকুর রহমান।

আসাদুর রহমান জয়, নওগাঁ