গাজীপুরের পাঁচটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে ৫০ প্রার্থীর মধ্যে আটজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখন প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ৪২ জন।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।
মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন—গাজীপুর-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিন সরকার। গাজীপুর-২ আসন এনসিপিকে ছেড়ে দেওয়ায় জামায়াতে ইসলামী মনোনীত হোসেন আলী প্রত্যাহার করেন। গাজীপুর-৩ আসনে ১০ দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের মো. এহসানুল হককে ছেড়ে দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ড. জাহাঙ্গীর আলম।
এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন গাজীপুর-১ আসনে জাতীয় পার্টির মোহাম্মদ আলামিন। গাজীপুর-২ আসনে এবি পার্টির আব্বাস ইসলাম খান, খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমিন, গাজীপুর-৩ আসনে এবি পার্টির কৌশিক আহমেদ, গাজীপুর-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা রুহুল আমিন।

নাসির আহমেদ, গাজীপুর