সমঝোতায় কপাল পুড়ল জেলা জামায়াতের নায়েবে আমিরের
বান্দরবানে ৩০০ নম্বর সংসদীয় আসনে দীর্ঘ নাটকীয়তা ও আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলের পক্ষে জেলা সেক্রেটারি মাওলানা আবদুল আউয়াল এই মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
তফসিল ঘোষণার অনেক আগে থেকেই এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়িয়েছিলেন অ্যাডভোকেট আবুল কালাম। কেন্দ্রীয় নেতারাও জেলা সফর করে তাকে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এমনকি কেন্দ্রের নির্দেশে তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকেও পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মাঠপর্যায়ে ব্যাপক সাড়াও পেয়েছিলেন তিনি।
তবে শেষ মুহূর্তে জোটগত আসন সমঝোতার কারণে পাল্টে যায় সমীকরণ। মহেশখালী উপজেলার বাসিন্দা এস এম সুজা উদ্দিনকে এই আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি। স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগত প্রার্থীকে চাপিয়ে দেওয়ায় এনসিপি ও জামায়াত উভয় দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিলেও শেষ পর্যন্ত কেন্দ্রের সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করতে হলো আবুল কালামকে। এদিকে ১২ তারিখের আনুষ্ঠানিক ঘোষণার পর লড়াইয়ের ময়দানে মূল আকর্ষণ হয়ে থাকছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরী। মাঠে ধানের শীষের সাচিং প্রু জেরীর সঙ্গে এনসিপির প্রার্থী এস এম সুজা উদ্দিন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবুল কালাম এবং জাতীয় পাটির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান