অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন, বেকারিকে ১ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় উৎপাদনের তারিখ ছাড়াই খাদ্যপণ্য বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করায় গোল্ডেন প্লাস বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক এ অভিযান পরিচালনা করেন।
হৃদয় রঞ্জন বনিক বলেন, উপজেলার কাচপুরের গোল্ডেন বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায় প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ নেই। এ ছাড়া ভুয়া ঠিকানা ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
হৃদয় রঞ্জন বনিক আরও বলেন, প্রতিষ্ঠানটি এমন অপরাধ পুনরায় করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন পুলিশ সদস্য, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিরা।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)