চুরিতে বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যা, গণপিটুনিতে যুবক নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল চুরিতে বাধা দেওয়ায় আমেনা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর এলাকাবাসীর গণপিটুনিতে মেহেদী ইসলাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম কেরাবো এলাকার মুদি ব্যবসায়ী বাবুল দেওয়ানের স্ত্রী। অন্যদিকে গণপিটুনিতে নিহত মেহেদী ইসলাম বিরাবো খালপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল দেওয়ানের নির্মাণাধীন বাড়িতে টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন মেহেদী ইসলাম। বিকেলে মোবাইল ফোন চুরি করে পালানোর সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং চুরিতে বাধা দেন আমেনা। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে মেহেদী তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে আমেনা বেগমের গলায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
আমেনা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মেহেদীকে ধরে ফেলে। এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়। অন্যদিকে মুমূর্ষু অবস্থায় আমেনা বেগমকে স্থানীয় জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুটি হত্যাকাণ্ডের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল ও তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)