খোলা অকটেন বিক্রি, ১২৬৩ লিটার তেল জব্দসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া বাজার এলাকায় অবৈধভাবে খোলা (লুজ) জ্বালানি তেল মজুত ও বিক্রির অপরাধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে পরিচালিত এই অভিযানে তিনটি দোকান থেকে মোট ১ হাজার ২৬৩ লিটার অকটেন জব্দ এবং সংশ্লিষ্ট মালিকদের অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া বাজার এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে অকটেন মজুত ও বিক্রির বিষয়টি শনাক্ত করা হয়। পরে কেরানীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেখানে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে ‘রাকিব অটো’ নামক প্রতিষ্ঠানের মালিক কবির হোসেনের হেফাজত থেকে ১ হাজার লিটার অবৈধ অকটেন জব্দ করা হয়। আইন লঙ্ঘনের অপরাধে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ‘হামিম স্টোর’র মালিক হুমায়ুন কবিরের কাছ থেকে ১৬৩ লিটার অকটেন জব্দসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সব মিলিয়ে তিনটি পৃথক দোকান থেকে সর্বমোট ১ হাজার ২৬৩ লিটার খোলা অকটেন জব্দ করা হয়।

দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ