পূবাইলে দিশারী গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুর মহানগরীর পূবাইল থানার বসুগাঁও এলাকায় দিশারী গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ড। ছবি : এনটিভি
গাজীপুর মহানগরীর পূবাইল থানার বসুগাঁও এলাকায় দিশারী গ্রুপের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ৩টার দিকে দিশারী পলি অ্যান্ড প্যাকেজিং কারখানায় হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শাহীন আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

নাসির আহমেদ, গাজীপুর