ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ২৩
পশ্চিম ভারতের গোয়া রাজ্যের একটি জনপ্রিয় নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) ভোরে রাজ্যটির মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং অন্যান্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।
ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার উদ্ধৃতি দিয়ে জানানো হয়, উত্তর গোয়া জেলার আরপোরা এলকার একটি নাইটক্লাবে মধ্যরাতে আগুন লাগে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন পর্যটক রয়েছে বলে জানা গেছে।
মুখ্যমন্ত্রী সাওয়ান্ত সামাজিক মাধ্যম এক্স-এ এ প্রসঙ্গে লেখেন, ‘আজ আমাদের সবার জন্য গোয়ায় এটি একটি অত্যন্ত বেদনাদায়ক দিন। আরপোরাতে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩ জনের প্রাণহানি হয়েছে।’ পোস্টে তিনি বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি।’
এক্সে দেওয়া পোস্টে সাওয়ান্ত আরও বলেন, যাদেরকে দায়ী পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনের অধীনে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, কোনো ধরনের অবহেলা দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, তিনি গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারগুলিকে তাঁর সমবেদনা জানিয়েছেন।
সাওয়ান্ত ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের জানান, তিন থেকে চারজন পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, বাকিরা শ্বাসরোধে মারা গেছেন।
গোয়া আরব সাগরের তীরে অবস্থিত যা পূর্বে একটি পর্তুগিজ উপনিবেশ ছিল। গোয়ার রাতের জীবনপ্রবাহ, বালুকাময় সৈকত এবং স্বাচ্ছন্দের উপকূলীয় পরিবেশের জন্য লাখ লাখ পর্যটককে আকর্ষণ করে। তবে ভারতে নিম্নমানের নির্মাণ পদ্ধতি, অতিরিক্ত ভিড় এবং সুরক্ষা বিধিমালা মেনে চলার অভাবের কারণে আগুন লাগার ঘটনা সাধারণ বিষয়।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আগুন একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে শুরু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, তবে এক্ষেত্রে আরও তদন্ত প্রয়োজন।
বার্তা সংস্থা পিটিআই স্থানীয় বিধায়ক মাইকেল লোবোকে উদ্ধৃত করে বলেছে, দমকল কর্মী এবং পুলিশ রাতভর উদ্ধার কাজে নিয়োজিত ছিল।
লোবো আরও জানান যে, এ ধরনের ঘটনা প্রতিরোধে কর্মকর্তারা একই রকমের ভেন্যুগুলিতে অগ্নি-নিরাপত্তা নিরীক্ষা চালাবেন।
এর আগে গত মে মাসে ভারতের হায়দরাবাদ শহরে একটি তিনতলা ভবনে আগুন লেগে কমপক্ষে ১৭ জন নিহত হন। তার এক মাস আগে, কলকাতার একটি হোটেলে ভয়াবহ আগুন লেগে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়। এছাড়া, গত বছর ভারতের পশ্চিমে গুজরাট রাজ্যে একটি জনাকীর্ণ বিনোদন পার্কের আর্কেডে আগুন লেগে কমপক্ষে ২৪ জন নিহত হন।

এনটিভি অনলাইন ডেস্ক