কাশিমপুরে মাদকসহ গ্রেপ্তার ৮
গাজীপুরের কাশিমপুরের লোহাকৈর ও আইস মার্কেট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : এনটিভি অনলাইন
গাজীপুরের কাশিমপুরের লোহাকৈর ও আইস মার্কেট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ছিনতাইকৃত মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়েছে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

বি এম সাঈদ, গাজীপুর (কালিয়াকৈর)