ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরার জন্য ট্রাভেল পাস হাতে পেয়েছেন।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস হাতে পান তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ট্রাভেল পাসের জন্য তারেক রহমান হাইকমিশনে আবেদন করেছিলেন।
রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত থাকায় মেয়াদ শেষ পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি তারেক রহমান। সরকার পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি। বর্তমান পরিস্থিতিতে এ কারণেই বাংলাদেশি হিসেবে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিয়েই আসতে হবে।
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে সহধর্মীনি ডা. জুবাইদা রহমান এবং একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন তারেক রহমান। আগামী বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।

নিজস্ব প্রতিবেদক