রাজধানীতে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে আগুন
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের উল্টোদিকে তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই কার্যালয়ে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এক মোবাইল বার্তায় জানায়, সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে খবর পায় ফায়ার সার্ভিস। তাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন গণমাধ্যমকে বলেন, বাইরে থেকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক