ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুজালপুর ইউনিয়নের কোমরপুর বটতলা মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের জিতেন্দ্র বর্মণের ছেলে তারিণী বর্মণ (৪০) ও তার স্ত্রী ইতি বর্মণ (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা দেন। পথে কোমরপুর বটতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারিনী বর্মন মারা যান এবং তার স্ত্রী ইতি বর্মন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ইতি বর্মনকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা জানান, তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইতি বর্মণের মৃত্যু হয়।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)