ভারতীয় ভিসা সেন্টার বন্ধ হচ্ছে আজ
চলমান পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনা করে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আজ থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের আর কোনো কার্যক্রম চলবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব আবেদনকারীর আজকের স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফিরিয়ে আনার দাবি ও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আজ বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির ডাক দিয়েছে ‘জুলাই ঐক্য’।
এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্যও বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছিল ঢাকার মার্কিন দূতাবাস। আগামী দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়ার আশঙ্কায় তাদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক