নাশকতা ঠেকাতে মোটরসাইকেল শোডাউন
আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউনের নামে নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল শোডাউন হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে জাতীয়তাবাদী বন্ধুমহলের আয়োজনে তারাবো পৌরসভা থেকে মুড়াপাড়া, ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন সড়ক-মহাসড়কে এই শোডাউন অনুষ্ঠিত হয়।
শোডাউন শেষে এক পথসভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া। দিপু ভুঁইয়া বলেন, আওয়ামী লীগ গুম, খুন, লুটপাট করে জনগণের তোপের মুখে পালিয়ে গিয়ে এখন নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ ধরনের অপতৎপরতা রুখে দেবে। ছাত্রদের হত্যার অপরাধে বিচার হবেই। রূপগঞ্জের কোথাও খুনি ও বাকশালীদের দাঁড়াতে দেব না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব।
এ সময় জাতীয়তাবাদী বন্ধুমহলের পক্ষে বক্তব্য দেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বায়োজিদ প্রধান। তিনি বলেন, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও রাজপথের পরীক্ষিত সৈনিক মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার নির্দেশে আমরা রাজপথে আছি। আওয়ামী লীগ ও তাদের দোসরদের কোনো জনগণবিরোধী ও দেশবিরোধী কার্যকলাপ করতে দেওয়া হবে না। দেশের নিরাপত্তা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বন্ধুমহলের সদস্য রাসেল ভূঁইয়া ও রাজীব আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন, মুজাহারুল ইসলাম রাজীব, কাজী আরিফ, মাহমুদুল হাসান রনি, ইব্রাহিম দেওয়ান, হাসান অনিক, ফয়সাল সরকার, মাহমুদ হাসান রানা, শরীফ ভূঁইয়া, ফরহাদ, খন্দকার শরিফ হোসেন, খন্দকার আরিফ আহমেদ ও আব্দুল্লাহ মিয়াসহ অনেকে।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)